ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল

বগুড়ার ধুনটে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান

বগুড়ার ধুনটে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন দিনব্যাপী ইজতেমা ময়দানে হাজারো মুসুল্লির ইবাদত বন্দেগি, জিকির আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে বগুড়া মার্কাজের মুরুব্বি মুফতি মাসিহুর রহমানের উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে ইজতেমা শুরু করা হয়েছে। আগামী শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই ইজমেতার সমাপ্তি ঘটবে।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য মাওলানা রবিউল ইসলাম রবি বলেন, প্রতিবছর টঙ্গি বিশ্ব ইজতেমা সফল করার লক্ষে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবার আহলে হক্ক ওলামায়ে কেরামদের অধীনে শুরায়ে নেজামের তত্বাবধায়নে ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা মাঠে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে মগ্ন রয়েছেন হাজার হাজার দেশি-বিদেশি মুসল্লি।

প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আম বয়ান অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমায় দেশ-বিদেশ থেকে আগত মুরুব্বিরা তাবলিগের ছয় ওছুলের মধ্যে দাওয়াতে দ্বীনের মেহনতের ওপর গুরুত্বারোপ করে বয়ান করছেন।

আরও পড়ুন

এদিকে কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিরা বয়ান, তাশকিল, তাসবিহ-তাহলিলে দিন কাটাচ্ছেন। তবে তীব্র শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মুসল্লিদের প্যান্ডেলের বাইরে যেতে দেখা যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, শন্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠানের লক্ষে ময়দানে কঠোর নজদারি রাখা হয়েছে। এছাড়া বিদেশী মুসুল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান

ইন্টারনেট না থেকেও অনলাইনে ইনফ্লুয়েন্সার হওয়া সম্ভব!

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

ডাইমেনসিটি ৯৫০০–এর শক্তিতে ভিভো এক্স৩০০ প্রো

এয়ারপোর্টে অনিয়মের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’, প্রশংসায় ভাসছেন ম্যাজিস্ট্রেট

বগুড়ার শিবগঞ্জে ফুলকপির বাজারে ধস উৎপাদন খরচও উঠছে না কৃষকের