নারায়ণগঞ্জে শপিং করা নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যে স্ত্রীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শপিং করা নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২নং ওয়ার্ড মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতের নাম ইভা আক্তার (১৯)। বাবার নাম তাহের আহমেদ। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাঁঠালি গ্রামে।
পুলিশ জানায়, ইভা আক্তার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ২নং ওয়ার্ড মৌচাক এলাকার হাজি বশির উদ্দিন মার্কেট রোডে আব্দুল কাইয়ুম মিয়ার ছয়তলা ভবনের পাঁচতলার ভাড়াটিয়া ছিলেন। ইভা আক্তারকে তার বসবাসরত কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুনইভার স্বামী রাফায়েল হোসাইন জানান, আগের দিন শপিং করা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। তিনি একটি কাপড়ের মার্কেটে চাকরি করেন। প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি বাসা থেকে কর্মস্থলে যান। রাতে আনুমানিক সাড়ে ৮টায় বাসায় ফিরে দরজায় নক করলে ভেতর থেকে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তিনি স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালী উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরে প্রকৃত বিষয়টি জানা যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1766053931.jpg)

