ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

টেকনাফে ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি

টেকনাফে ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি

টেকনাফে মাদকবিরোধী অভিযানে আনুমানিক ৪ কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি জানান, হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে এবং বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করে।

দক্ষিণে আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করে।

আরও পড়ুন

চ্যালেঞ্জের মুখে ওই ব্যক্তি তার হাতে থাকা কালো রঙের প্লাস্টিক পলিব্যাগ ফেলে নাফ নদী পার হয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা কালো রঙের পলিব্যাগের ভেতর নীল রঙের ১৫টি প্যাকেটে মোট এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওজন কমাতে সাহায্য করে লাউ

টেকনাফে ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি

সবজি কাটার ছুরি কীভাবে বাড়িতেই ধার দেবেন?

শীতের পিঠা দুধ পুলি

ইউটিউব চ্যানেলের প্রথম গান নিয়ে উচ্ছ্বসিত লুৎফর

সত্যের জয় অনিবার্য, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না :ডিপজল