বাকেরগঞ্জে মহাসড়কের পাশ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মহাসড়কের পাশ থেকে এক ইজিবাইক (অটোরিকশা) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার মরদেহটি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবয়রা গ্রামের জসিম হাওলাদারের ছেলে শাকিল হাওলাদারের (১৮)।
শাকিলের চাচা মুসা হাওলাদার বলেন, বুধবার বিকেলে শাকিল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে শাকিলের সঙ্গে তার মায়ের কথা হয়েছিল। রাতে না ফেরায় খোঁজ করা হয়। কোন খোঁজ না পেয়ে ওই রাতেই তারা বিষয়টি দুমকি থানা পুলিশকে অবহিত করে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বাকেরগঞ্জে এসে মরদেহটি শাকিলের বলে শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুনশাকিলের বাবা জসিম হাওলাদার জানান, তার চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে তার বৃদ্ধ মাকেও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। তার ধারণা, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই তার একমাত্র ছেলে শাকিলকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের নাটক সাজানো হয়েছে। কেউ অটোরিকশা ছিনতাই করলে দুই হাত ও এক পা ভেঙে দিয়ে হত্যা করতো না।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কেএম সোহেল রানা বলেন, শাকিলের দুই হাত ও এক পা ভাঙা। তার মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিকশা নেই। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন এলে তার মৃত্যুর সঠিক কারণ বলতে পারব। অটোরিকশা ছিনতাই নাকি জমি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে, তদন্ত না করে বলতে পারব না। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় শাকিলের পরিবার হত্যা মামলা করবে। তাদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1766053931.jpg)
_medium_1766053235.jpg)
_medium_1766052319.jpg)



