সত্যের জয় অনিবার্য, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না :ডিপজল
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্যাতন ও এসিড নিক্ষেপের অভিযোগ এনে মামলা করেন এক তরুণী। কিন্তু এই এসিড নিক্ষেপের অভিযোগের ‘সত্যতা পায়নি’ পুলিশ- এমনটাই খবর মিলল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ডিপজল।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে ডিপজল সন্তুষ্টি প্রকাশ করে লেখেন, “আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এভাবেই এখন পর্যন্ত হওয়া সব মিথ্যা ও হয়রানিমূলক মামলার অবসান হবে। আমার পূর্ণ বিশ্বাস, দেশের আদালত ন্যায়বিচারের মাধ্যমে সব মামলার সত্য-মিথ্যার ফয়সালা করবেন।”
ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, “সত্যের জয় অনিবার্য, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। যারা পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্রে লিপ্ত, তারা সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা সময় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না।
এদিকে, বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়- সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মামলার বাদী সেই তরুণী ডিপজলের একজন অন্ধ ভক্ত। গত বছরের ২ জুন গাবতলী পশুর হাটে ডিপজল আছেন ভেবে তিনি সেখানে প্রবেশের চেষ্টা করেন। পশুর হাটের লোকজন তাকে ভেতরে যেতে বাধা দিলে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে উৎসুক জনতা তাকে মানসিক রোগী ভেবে আটকে রাখার চেষ্টা করলে রাশিদা নিজের কাছে থাকা তরল পদার্থ নিজের গায়ে ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে ডিপজল বা তার কোনো লোক উপস্থিত ছিল না বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।
আরও পড়ুনগত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক সুলতান মাহমুদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এর মাধ্যমে দীর্ঘদিনের এক বিতর্কিত অভিযোগ থেকে স্বস্তি পেলেন এই অভিনেতা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1766058619.jpg)







