ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫২ রাত

অন্তর্বর্তী জামিন পেলেন হিরো আলম

হিরো আলম।

সাবেক স্ত্রীর করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় স্থায়ী জামিন মেলেনি কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের। তবে তাকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) মামলার ধার্য দিন থাকায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। এসময়    হিরো আলমের আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন । হিরো আলমের আইনজীবী শান্তা সাকসিনা এতথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ অনুযায়ী, মনোমালিন্য থেকে স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। এরপর মীমাংসার কথা বলে গত ২১ জুন হাতিরঝিল এলাকার এক বাসায় রিয়া মনিকে ডাকা হয়। ওইদিন রিয়া মনি তার পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে হিরো আলমসহ অচেনা ১০ থেকে ১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

পরে রিয়া মনির হাতিরঝিলের বাসায় প্রবেশ করে তাকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন হিরোসহ ১০-১২ জন। এসময় রিয়া মনির গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন কৌশলে নিয়ে যান আসামিরা।

আরও পড়ুন

এ ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলা করেন রিয়া মনি। এ মামলার পরপর বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। গত ২৭ জুন দুপুরে প্রথমে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে সেদিনই হিরো আলমকে দেখতে ঢাকা থেকে ছুটে যান রিয়া মনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী জামিন পেলেন হিরো আলম

বগুড়ার শেরপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

আমরা যেন নির্বাচন করে সংসদে যেতে না পারি সেই ষড়যন্ত্র চলছে

যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, এটি হবে শহীদি মৃত্যু : চমক

যে তথ্য চ্যাটজিপিটিকে ভুলেও শেয়ার করবেন না, জানুন জরুরি সতর্কতা

ক্রীড়া উন্নয়নে বিকেএসপি-মহিলা ক্রীড়া সংস্থা সমঝোতা সই