ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৫ রাত

গাইবান্ধা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান

গাইবান্ধা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান। ছবি : দৈনিক করতোয়া

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো: মাজেদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মো: শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি সামিউল ইসলাম, রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহমুদ হাসান, উপজেলা শিবিরের সাবেক সভাপতি শাহিন মিয়া, জেলা শিবিরের সাহিত্য সম্পাদক সাগর মিয়া, অফিস সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আদর্শ শাখা শিবিরের সভাপতি সোহান ইসলাম, পৌর সাংগঠনিক থানা শিবিরের সভাপতি শাহীন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় অধ্যাপক মাজেদুর রহমান বলেন, গত ১৭ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সুন্দরগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি প্রত্যাশা করে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়তেই আমরা বদ্ধপরিকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান

টেকনাফে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

অন্তর্বর্তী জামিন পেলেন হিরো আলম

বগুড়ার শেরপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

আমরা যেন নির্বাচন করে সংসদে যেতে না পারি সেই ষড়যন্ত্র চলছে

যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, এটি হবে শহীদি মৃত্যু : চমক