বগুড়াসহ উত্তরাঞ্চলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
করতোয়া ডেস্ক: আজ রোববার (১৪ ডিসেম্বর) ১৪ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি ছাড়াও রাজনৈতিক সংগঠনগুলো শহীদ বেদী ও বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পন, শোকর্যালি, শহীদদের স্মরণ করে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে। বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার করতোয়ার প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে করতোয়া ডেস্ক রিপোর্ট।
বগুড়া প্রেসক্লাব ও জেইউবি: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি)আয়োজিত আলোচনা সভা আজ রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বর্ষীয়ান সাংবাদিক আব্দুর রহিম বগরা, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রেস ক্লাবের সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মির্জা সেলিম রেজা, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সৈয়দ ফজলে রাব্বি ডলার, এড. পলাশ খন্দকার, মাহফুজ মন্ডল, আব্দুর রহিম, প্রতীক ওমর, সুমন সরদার, মুক্তার শেখ, সানাউল হক শুভ।
আরও উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, জাফর আহম্মেদ মিলন, শামীম আহমেদ, ফেরদৌসুর রহমান প্রমুখ। আলোচনা সভায় শহিদ খন্দকার মোফাজ্জল বারীর ছেলে ফরহাদুল বারী উপস্থিত থেকে তার বাবার শহিদ হওয়ার বর্ণনা দেন।
আলোচনার শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শেষে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মির্জা সেলিম রেজা। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহ. মুন্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান রজিব, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, প্রভাষক মো. হারুন অর-রশীদ, প্রভাষক মো. আবুল বাসার, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম প্রাং, সহকারী শিক্ষক গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক শামীম আলম, এবিএম আতাউল গনি ওসমানী প্রমুখ।
বাসদ: শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের প্রথম প্রহর রাত ১২টায় বাসদ এর পক্ষ থেকে শহীদ খোকন পার্কে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বাসদ বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টুর নেতৃত্বে জেলা সদস্য সদস্য দিলরুবা নূরী, সাইফুজ্জামান টুটুল, মাসুদ পারভেজ, শ্যামল বর্মনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা করেন সাইফুল ইসলাম পল্টু।
পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন। তাদের স্মরণে নীরবতা পালন, আলোচনা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। ১৪ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় একটি র্যালি উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রর নেতৃত্বে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারে পুষ্পার্ঘ অপর্ণ করেন।
র্যালি শেষে শহিদ মিনার চত্বরে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এবং পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। র্যালিতে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সকালে আলোহালীর বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানসহ অন্যন্য সরকারি কর্মকর্তাবৃন্দ।
পরে একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ প্রমুখ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও দুপচাঁচিয়া প্রেসক্লাবের আয়োজনে বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল, অর্থ সম্পাদক অসীম কুমার দাস, দপ্তর সম্পাদক এটিএম সামাদ কোব্বাদ, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, ময়েন খান, মোসফিকুর রহমান সবুজ প্রমুখ।
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জলন করা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুদার, অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি মাওলানা ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, মোকাররম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা শাহাজুল ইসলাম গাজী, বদিউজ্জামান, হযরত আলী, দৌলতজ্জামান, রফিকুল আলম, মকবুল হোসেন, মোফাজ্জল হোসেন প্রমুখ।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে সভা শেষে মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মুহাম্মাদ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের নেতৃত্বে আদমদীঘির খাড়ির ব্রিজের পাশে চার শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ বদ্ধভুমিতে পুস্পঅর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা গোলাম রব্বানীসহ সেক্রেটারী গোলাম মোস্তাফা, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, অধ্যক্ষ ভারপ্রাপ্ত এনামুল হক, আনসার ভিডিপি অফিসার ফারজানা কাদের সুমি, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, মোসলেম উদ্দিন, মহিউদ্দিন তালুকদার, জামায়াত নেতা মোস্তফা আহমেদ নাইডুসহ স্থানীয় নেতৃবর্গ।
আরও পড়ুনএছাড়া সুদিন বদ্ধভুমিতে সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা পুস্পস্তবক ও মোমবাড়ি প্রজ্জ্বলন করেন। এছাড়া বাদ জোহর উপজেলা মসজিদসহ সকল মসজিদে বিশেষ মোনাজাত ও উপশাণয়ে প্রার্থনা করা হয়। অপরদিকে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, কাবিল উদ্দিন, তহির উদ্দিন, আবেদ আলী, আমজাদ হোসেন, মনসুর রহমান, আব্দুল আলিম, হৃদয় বর্মন, প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, সবুর খান, মোমিন খান প্রমুখ।
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: দিবসটি উপলক্ষে বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারোওয়ার জাহান, উপজেলা প্রকৌশলী নরনবী খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহামন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরণা রানী দেবনাথ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবুল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো গণকবরে পুস্পমাল্য অর্পণ, বিশেষ দোয়া, আলোচনা সভা ও গণকবরে মোমবাতি প্রজ্জলন। সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেল কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বীরমুক্তিয়োদ্ধা এসএম ফেরদৌস আলম, মতিউর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, সহকারী প্রকৌশলী সাজিদি হক, ছাত্র প্রতিনিধি নোমান, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব ও আলম হাসান।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: দিসবটি উপলক্ষে সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। পরে আলোচনা সভা এবং শহীদ বেদিতে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। এর আগে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারের পুষ্পস্তবক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস।
উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আতিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম আসাদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মীর কাওসার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর সরকার, সমাজ সেবা অফিসার আব্দুল আলীম, শিক্ষা অফিসার মাহতাবুর রহমান, জনস্বাস্থ্য অফিসার নুনী গোপাল সিংহ, বিআরডিবি অফিসার রাজ্জাকুল হায়দার, পৌর প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা ফায়ার স্টেশন মাস্টার সুজন মিয়া প্রমুখ।
জয়পুরহাট প্রতিনিধি: দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার পাগলা দেওয়ান বধ্যভূমি ও কড়ই-কাদিপুর বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে স্মৃতিস্তম্ভের পাদদেশে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল- মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মুহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধানসহ প্রমূখ। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় কালাই বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কালাই পৌরসভা, কালাই সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলামীন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি: দিবসটি উপলক্ষে পাঁচবিবি উপজেলার বিভিন্ন বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদের নেতৃত্বে বাগজানা ইউয়িনের বকুলতলা বধ্যভূমি, কালিশা বধ্যভূমি, আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর বধ্যভূমি ও ধরঞ্জী ইউনিয়নের নন্দইল আদিবাসী ভাস্কর্য শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদের সভাপতিত্বে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী ও শেরপুর হানাদারমুক্ত দিবস পালিন করা হয়েছে। দিনটিকে ঘিরে শেরপুর উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, শেরপুর প্রেসক্লাব দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় বাসস্ট্যান্ড শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম আব্দ্ল্লুাহ ইবনে মাসুদ আহমেদ, শেরপুর থানা অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুবদল নেতা আবু রায়হান আজাদ, এনসিপির আহ্বায়ক আব্দুল আলিম, সাপ্তাহিক বিজয় বাংলার সম্পাদক আকরাম হোসাইন প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সোহানুর রহমান লাভলু, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাহিত্য সম্পাদক জাহিদ হাসান, সাংবাদিক শাহ জামাল কামাল, শহিদুল ইসলাম শাওন, তোফায়েল আহম্মদ, তোফাজ্জল হোসেন, ওমর ফারুক, আব্দুল মোমিন যোবায়ের হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে বগুড়ার শেরপুর উপজেলা হানাদার মুক্ত হয়। সশস্ত্র মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে আক্রমণ চালিয়ে এই উপজেলা থেকে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিতাড়িত করে এই উপজেলাকে হানাদার মুক্ত করেন। ১৫ ডিসেম্বর পার্ক মাঠে আমান উল্লাহ খানের নেতৃত্বে (বর্তমানে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ) প্রাঙ্গণে স্বাধীনতার বিজয় পতাক উত্তোলন করা হয়।
মন্তব্য করুন




_medium_1765728192.jpg)




