ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল

আইসিসি র‌্যাঙ্কিংয়ে দুইয়ে কোহলি

বিরাট কোহলি ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দুর্দান্ত ফর্মের কারণে বিরাট কোহলি ওয়ানডে ব্যাটারদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন। এ নিয়ে কোহলিকে নিয়ে আগে উঠেছিল প্রশ্ন 'ক্যারিয়ার কি শেষের পথে?' কিন্তু পরের সিরিজ শেষে এই প্রশ্ন এখন 'তিনি কি শীর্ষে উঠবেন?' এতে রূপ নিয়েছে।

৩৭ বছর বয়সি কোহলি ইতিমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় জানিয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারও শেষের পথে কি না, এ নিয়ে প্রথম দুই অস্ট্রেলিয়া ম্যাচে বিতর্ক সৃষ্টি হয়েছিল। ওয়ানডেতে এর আগে কখনও টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হননি তিনি। তবে পরের ম্যাচে ফিরে আসেন রানের খাতা খুলে। অস্ট্রেলিয়ায় অপরাজিত ৭৪-এর পর রাঁচিতে ১৩৫ এবং রাইপুরে ১০২ রানের সেঞ্চুরি করেছেন কোহলি। বিসাখাপট্টমেও ৬৫ রান করে অপরাজিত থাকেন এবং দলকে জেতান।

কোহলির এই ফর্ম তাকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দিয়েছে। এক নম্বরে থাকা রোহিত শর্মার সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৯। ফলে শীর্ষ স্থান দখলের সম্ভাবনা এখন অনেক কাছাকাছি। এছাড়া লোকেশ রাহুলও দুই ধাপ এগিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে উঠে এসেছেন।

আরও পড়ুন

বোলারদের মধ্যে কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ৩ নম্বরে অবস্থান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

মেসি জ্বরে কাঁপছে কলকাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

লালমনিরহাটে দিন দিন বেড়েই চলেছে শীতের প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন ব্যবসায়ী নেতা রুবেল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা