ভিডিও বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৭ দুপুর

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার খেতাব জিতে মেসির ইতিহাস

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার খেতাব জিতে মেসির ইতিহাস, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) সেরা খেলোয়াড়-মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তথা এমভিপি নির্বাচিত হয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী। তাতে দক্ষিণ আমেরিকান এই তারকার ঝুলিতে আরও একটি পুরস্কার যোগ হয়েছে। অতীতে জিতেছেন রেকর্ড আটটি ব্যালন ডি’অর, তিনটি ফিফা বর্ষসেরা ও দুটি বিশ্বকাপ গোল্ডেন বল।

মেসি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দুই মৌসুমে এমভিপি জেতার কীর্তি গড়েছেন। এর আগে প্রেকি-ই ছিলেন একমাত্র ফুটবলার, যিনি দু’বার ১৯৯৭ ও ২০০৩ সালে এই পুরস্কার জিতেছিলেন। সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মেসি তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই পুরস্কার পেয়ে আমি খুশি। এই লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার পুরস্কারটি জিততে পেরে সবাইকে কৃতজ্ঞতা জানাই।’

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড নিয়মিত মৌসুমে করেছেন ২৯ গোল। যা এমএলএসের কোনও মৌসুমে চতুর্থ সর্বোচ্চ। সঙ্গে ১৯টি অ্যাসিস্টে এমএলএস গোল্ডেন বুটও নিজের করে নেন। পুরস্কার নিয়ে মেসি বলেছেন, ‘এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত পুরস্কার সবসময়ই ভালো লাগে, তবে আমি এটা সতীর্থদের সঙ্গে ভাগ করতে চাই। তাদের সহযোগিতায় গোল্ডেন বুটও জিততে পেরেছি।’

আরও পড়ুন

অক্টোবরে মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তি বাড়ানো মেসি লিগ ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিয়মিত মৌসুমে গোল ও অ্যাসিস্টে দুই বিভাগেই শীর্ষে থাকলেন। এমভিপি নির্বাচনে মেসি পেয়েছেন মোট ভোটের ৭০.৪৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সান দিয়েগো এফসির অ্যানডার্স ড্রেয়ার পান মাত্র ১১.১৫ শতাংশ। মিডিয়া ভোটে মেসির প্রাপ্তি ৮৩.০৫ শতাংশ, ক্লাব ভোটে ৭৩.০৮ এবং খেলোয়াড়দের ভোটে ৫৫.১৭ শতাংশ। ২০২৪ মৌসুমেও মেসি এমভিপি জিতেছিলেন। সেবার ১৯ ম্যাচে গোল ছিল ২০টি ও অ্যাসিস্ট ১৬।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার খেতাব জিতে মেসির ইতিহাস

 জেলেনস্কি যুদ্ধকে ব্যবহার করছে নির্বাচন না করার জন্য : ট্রাম্প

খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন শেখ হাসিনা : ভারতীয় সংবাদমাধ্যম 

সালাহবিহীন লিভারপুলের ইন্টার জয়

তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে : ইসি সচিব

মা-মেয়েকে হত্যা : গৃহকর্মীর স্বামীও আটক, যা বলছে পুলিশ