ভিডিও বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৫ দুপুর

ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা

ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা, ছবি: দৈনিক করতোয়া ।

নাটোর প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই দেশে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ১৮ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলা মডেল মসজিদের উদ্বোধন ও সুধীজন, ইমাম এবং সরকারি কর্মকর্তাদের সাথে মসজিদের ভিতর মতবিনিময় করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি পর্যায়ক্রমে নাটোর সদর ও গুরুদাসপুর উপজেলার দুটি মডেল মসজিদের উদ্বোধন করেন। 

ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে হজ্ব ব্যবস্থাপনাকে সহজীকরণ করার জন্য আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। যেখানে সিন্ডিকেট কাজ করতে পারবে না। মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ সবাই স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছেন। এখানে দুই নাম্বারি, সিন্ডিকেট করে হাজীদেরকে জিম্মি করার প্রবণতা ছিল এটা আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি। তিনি বলেন, ২০২৩ সালে হাজীদের বিমান ভাড়া ও আনুষাঙ্গিক খরচ ছিল ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। সেখানে ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করার পর ২৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৭৭ হাজার টাকা করা হয়। এখন আবার বাংলাদেশ বিমানের সাথে চুক্তি কর একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সেখানে ১ লাখ ৫৪ হাজার টাকা করা হয়েছে। বিমান মন্ত্রণালয়কে আরো ১০০ ডলার কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। সেখানে যদি ৫০ ডলার কমাতে পারি, তাহলে হাজিরা স্বাচ্ছন্দে হজ করতে পারবেন। 

আরও পড়ুন

তিনি বলেন,  হজ মৌসুমে হাজীদের জন্য এক কোটি টাকার ওষুধ, ১০ কোটি টাকার টিকেট ও ১৫০ জন ফ্রি ডাক্তার নিয়োগ করা হয়। তিনি আরো বলেন, হজ নিয়ে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। গত বছর ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরৎ দেওয়া হয়েছে। এ বছরও তারা ফেরৎ দিতে পারবেন। এ নিয়ে কেউ কোন অনিয়ম করার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। 

খালিদ হোসেন বলেন, আমরা নিজেরাই বাড়ি ভাড়া করব। নিজেরা হজ পালন এজেন্সির সাথে কথা বলেছি। হজটাকে আমরা সেবা এবাদত হিসেবে নিয়েছি। এখানে যারা দুর্নীতি করবে আমাদের হাতে যদি ধরা পড়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে : ধর্ম উপদেষ্টা

চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের আশা বাঁচিয়ে রাখলো বার্সা

যে আসনে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

জামায়াত আমিরের বিরুদ্ধে লড়বেন এনসিপি’র আলমগীর ফেরদৌস

বগুড়ায় নি/ ষি/দ্ধ পলিথিনের গোডাউনে ম্যাজিস্ট্রেট ও র‍্যাব এর অভিযান

কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার মনোনয়ন বাতিল করা হবে : নাহিদ