বাংলাদেশ যুব হকি দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
স্পোর্টস ডেস্ক : যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার এক বার্তায় তিনি বলেন, খেলোয়াড়দের এই সাফল্য জাতিকে গর্বিত করেছে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলের মাধ্যমে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল করেছে। তরুণ খেলোয়াড়দের শক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় অর্জিত এই জয় ভবিষ্যতে দেশের হকি খেলাকে আরও এগিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, উন্নতি ও উৎকর্ষতার এই ধারাকে ধরে রেখে বাংলাদেশের তরুণরা সামনে আরও বড় সাফল্য অর্জন করবে।
আরও পড়ুনসোমবার ভারতের মাদুরাইয়ে অস্ট্রিয়াকে ৫–২ গোলে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফির শিরোপা জেতে বাংলাদেশ।
উল্লেখ্য, গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আট দলের মধ্যকার স্থান নির্ধারণী পর্বকে এবার আন্তর্জাতিক হকি সংস্থা আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নামে ঘোষণা করেছে।
মন্তব্য করুন








