বিপিএলে আসছেন পাকিস্তান ও ভারতীয় উপস্থাপক
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ২৬ ডিসেম্বরে। ইতোমধ্যেই নিলাম অনুষ্ঠিত হয়েছে। চলছে আসর শুরুর শেষ সময়ের প্রস্তুতি। এবার আসরের সঞ্চালক হিসেবে বিদেশি দুজন উপস্থাপিকার নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের উপস্থাপিকা হিসেবে থাকছেন দুই বিদেশি। পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস ও ভারতের রিধিপা পাঠক। নিজেদের ফেসবুক পেজে তাদের ভিডিও প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বিপিএল কতৃপক্ষ।
আরও পড়ুনএদিকে ইতোমধ্যেই তারকাবহুল ধারাভাষ্য প্যানেলও ঘোষণা করেছে বিপিএল কতৃপক্ষ। দেশি সমন্বয় ঘোষ ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার ভিডিও প্রকাশ করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে তারা। একদিন আগেই ধারাভাষ্যকার হিসেবে ড্যারেন গফের নামও প্রকাশ করেছে বিসিবি।
মন্তব্য করুন









_medium_1765292129.jpg)