আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উপকূলীয় এলাকায় কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তর জাপানের হোক্কাইডো অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ৯ সেকেন্ডে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৩২ মাইল গভীরে, আর উপকেন্দ্রটি ছিল ৪১° উত্তর অক্ষাংশ ও ১৪২.৩° পূর্ব দ্রাঘিমায় হোক্কাইডোর উপকূলের বাইরে।
গত ৯ নভেম্বর শক্তিশালী আরেকটি ভূমিকম্প উত্তর জাপান কাঁপিয়ে দেয়। সেই সময় উপকূলজুড়ে কয়েক ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে তা তুলে নেওয়া হয়।
আরও পড়ুন
জাপানের আবহাওয়া সংস্থার মতে, ওই ভূমিকম্পটির মাত্রা প্রথমে ৬.৯ ধরা হয়েছিল। এটি স্থানীয় সময় বিকেল ৫টা ৩ মিনিটে ইওয়াতে প্রিফেকচারের উপকূলে আঘাত হানে এবং এর গভীরতা ছিল প্রায় ২০ কিলোমিটার।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প–প্রবণ দেশগুলোর একটি।