ধন্যবাদ জানাতে ট্রাম্পকে ফোন করেছেন রোনালদো
স্পোর্টস ডেস্কঃ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখন উষ্ণ সম্পর্ক। এই সম্পর্কের সূত্রপাত হয়েছিল রোনালদোর ট্রাম্পকে ‘বিশ্ব বদলে দেয়ার ক্ষমতা রাখেন এমন লোকদের একজন’ বলে অভিহিত করার মধ্য দিয়ে।
সম্পর্কের সূত্র ধরে গত মাসে সৌদি প্রতিনিধি দলের অংশ হিসেবে রোনালদো হোয়াইট হাউসের নৈশভোজে অংশ নেন এবং প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকও করেন। এই সফরের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানাতে ফোনও করেছেন রোনালদো।
হোয়াইট হাউসে নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প রোনালদোকে ‘অসাধারণ একজন মানুষ, কেবল ক্রীড়াবিদ হিসেবে নয়, ব্যক্তি হিসেবেও’ বলে প্রশংসা করেন। তিনি মজা করে বলেন, এই সাক্ষাৎ তার ছেলে ব্যারনের কাছে তাকে কিছুটা বাড়তি সম্মান এনে দিয়েছে, কারণ ব্যারন রোনালদোর বিশাল ভক্ত। এছাড়া রোনালদোকে বিশেষ অতিথিদের দেওয়া স্বর্ণের প্রতীকী চাবিও উপহার দেন ট্রাম্প।
আরও পড়ুনসফরের পর ট্রাম্পকে ধন্যবাদ জানাতে ফোন করেন রোনালদো। এই ফোনকলের বিষয়ে ট্রাম্প ট্রুথ সোশালে লেখেন, ক্রিশ্চিয়ানো রোনালদো, মহান ফুটবলার, আমাকে ফোন করে হোয়াইট হাউস ও ওভাল অফিসে তার সফরের জন্য ধন্যবাদ জানালেন। কী অবিশ্বাস্য মানুষ তিনি—কেবল অ্যাথলিট হিসেবে নয়, একজন ব্যক্তি হিসেবেও। এর থেকে ভালো আর কেউ হয় না।
হোয়াইট হাউসে নৈশভোজে অংশ নেয়ায় রোনালদোকে কিছু সমালোচনার মুখেও পড়তে হয়। তবে তার দুই বোন এলমা ও ক্যাটিয়া অ্যাভেইরো ভাইকে জোরালোভাবে সমর্থন করেছেন। এলমা ইনস্টাগ্রামে লেখেন, রোনালদো অন্যদের মতামত নিয়ে এক বিন্দুও ভাবেন না, আর ক্যাটিয়া সমালোচকদের ভণ্ডামি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মন্তব্য করুন









