ভিডিও সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৫ দুপুর

জানুয়ারিতেই লিভারপুল ছাড়ছেন সালাহ!

জানুয়ারিতেই লিভারপুল ছাড়ছেন সালাহ!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কত দ্রুত বদলে যায় সময়! কদিন আগে লিভারপুলে হিরো ছিলেন যে মানুষটি, তিনিই এখন হয়ে গেলেন অপাঙ্ক্তেয়। মোহামেদ সালাহ অবশ্য তাঁর এমন পরিণতির পুরো দায় দিয়েছেন কোচ আর্নে স্লটের ওপর। 

লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ গোলে ড্র ম্যাচে বেঞ্চে বসেছিলেন মিসরীয় তারকা মোহামেদ সালাহ। এরপরই এক সাক্ষাৎকারে সব ক্ষোভ উগড়ে দেন তিনি। তাকে বলির পাঁঠা বানানোর চেষ্টা চলছে বলেই পরিষ্কার জানিয়েছেন তিনি। সে সঙ্গে লিভারপুল ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন। ১৩ ডিসেম্বর অ্যানফিল্ডে ব্রাইটনের বিপক্ষে লিভারপুলের হয়ে শেষ ম্যাচ হতে যাচ্ছে বলেও জানিয়েছেন।

গত মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ে অন্যতম সেরা ভূমিকা ছিল সালাহর। সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতেছিলেন গোল্ডেন বুট। এবারও শুরুটা মন্দ হয়নি। কিন্তু দ্রুতই সবকিছু বদলে যেতে থাকে। লিভারপুলের বাজে সময়ের সঙ্গে সমালোচনা শুরু হয় সালাহরও। তারপর শুরুর একাদশেও জায়গা হারান। শনিবার লিডসের বিপক্ষে টানা তৃতীয় ম্যাচের মতো সাইড বেঞ্চে বসতে হয় তাকে। এরপরই ক্ষোভ উগড়ে দেন তিনি। 

আরও পড়ুন

অ্যালান রোডে সাড়ে সাত মিনিটের বিস্ফোরক সাক্ষাৎকারে কোনোরকম রাখঢাক না করেই কোচের দিকে আঙুল তোলেন তিনি, ‘কেউ একজন চায়, সব দোষ আমার ওপর পড়ুক। আমি আগে অনেকবার বলেছি যে কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো। কিন্তু হঠাৎ করেই এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি এর কারণ জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে, কেউ একজন আমাকে ক্লাবে চায় না।’ প্রিমিয়ার লিগে সর্বশেষ ১০ ম্যাচের ছয়টিতে হেরেছে লিভারপুল। এই ব্যর্থতার পুরো তার কাঁধে চাপানো হচ্ছে বলেও মনে করছেন তিনি, ‘মনে হচ্ছে, আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। এখন এটি বেশ পরিষ্কার যে কেউ একজন চাইছে সব দোষ আমার ওপর পড়ুক। তবে এই ক্লাবকে আমি সব সময় সমর্থন করব, আমার সন্তানরাও এই ক্লাবকেই সমর্থন করবে। তবে বর্তমান পরিস্থিতি আমি মানতে পারছি না। বিষয়টা আমি আসলেই বুঝতে পারছি না। আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে।’

বেঞ্চে বসে থাকাটা কোনোভাবেই মানতে পারছেন না সালাহ, ‘আমি বিশ্বাসই করতে পারছি না যে আমাকে ৯০ মিনিট বেঞ্চে বসে থাকতে হয়েছে। তাও আবার টানা তৃতীয় ম্যাচে। আমার ক্যারিয়ারে প্রথম হলো। বছরের পর বছর এই ক্লাবের জন্য এত কিছু করার পর, বিশেষ করে গত মৌসুমে। মনে হচ্ছে, ক্লাব যেন আমাকে বাসের নিচে ছুড়ে ফেলেছে।’ লিভারপুল ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি, ‘আমার মা-বাবাকে ব্রাইটনের ম্যাচে আসতে বলেছি। সেদিন আমি খেললাম কিনা, সেটি কোনো ব্যাপার না; আমি উপভোগ করব। আমি সেদিন অ্যানফিল্ডে যাব এবং সমর্থকদের বিদায় বলব। কারণ, আফ্রিকান কাপ অব নেশন্স থেকে ফেরার পর কী ঘটবে, সেটি আমি জানি না।’ যার মানে, জানুয়ারিতেই লিভারপুল ছাড়ছেন সালাহ!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারিতেই লিভারপুল ছাড়ছেন সালাহ!

সান্তোসকে বাঁচিয়ে অস্ত্রোপচারের ঘোষণা নেইমারের

আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক সাময়িক বরখাস্ত

জামায়াত ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না : জামায়াত আমির

দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব