বগুড়ায় ৫৩৪৮ শিক্ষার্থী মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে
স্টাফ রিপোর্টার: চলতি ২০২৫-২৬ শিক্ষা বর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ছাত্রছাত্রী ভর্তি পরিক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটলিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরিক্ষা হবে। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কেন্দ্র দুটিতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহনের লক্ষ্যে আজ রোববার (৭ ডিসেম্বর) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো.ওয়াদুদুল হক তরফদারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসীন, বগুড়ার সিভিল সার্জন মো. খুরশীদ আলম, কলেজের উপাধ্যক্ষ ডা. আবু হেনা মোস্তফা, মোহাম্মদ আলী হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মজিদুল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ জেলঅ প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
আরও পড়ুনসভায় জানান হয়, এবার বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে ২ হাজার ৩৪৯ জন এবং আর্মড পুলিশব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজে ৩ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
মন্তব্য করুন







