বগুড়ার গাবতলীতে গাছের সাথে শত্রুতা
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে শত্রুতা করে তিন শতাধিক মেহগনি ও কলার গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকেল উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মাসুন্দি গ্রামের ঘটনাটি ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা পাথারেরপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার ৬০ শতক জমি পৈতৃকসূত্রে পেয়ে ভোগদখল করে আসছেন। ওই এলাকার প্রতিপক্ষরা জমিটি দখলের জন্য দীর্ঘদিন থেকে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্নভাবে তাদের হুমকি-ধমকি দিচ্ছেন।
আরও পড়ুনএরই এক পর্যায়ে গত ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যক্তিরা বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জমিতে রোপণকৃত আড়াইশ’ মেহগনি ও কলার গাছসহ তিন শতাধিক গাছ কেটে ঘর নির্মাণের চেষ্টা করেন। এতে তার এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে আব্দুল গোফ্ফার বাদি হয়ে আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মন্তব্য করুন





_medium_1765116229.jpg)



