ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:২১ রাত

আমদানির খবরে বগুড়ার বাজারে উড়তে থাকা পেঁয়াজের দাম নামছে

আমদানির খবরে বগুড়ার বাজারে উড়তে থাকা পেঁয়াজের দাম নামছে

স্টাফ রিপোর্টার : বাজার সহনীয় রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল শনিবার কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ওই বার্তায় পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) প্রদান করা হয়। প্রতিদিন ৫০টি করে আইপি ইস্যু করা এবং প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয় বলে জানানো হয়।

আর এমন খবরে উড়তে থাকা পেঁয়াজের দাম নামতে শুরু করেছে। বিশেষ করে বগুড়ার বাজারে কেজিতে ৪০ টাকা পর্যন্ত কমেছে পণ্যটির দাম। বর্তমানে বগুড়ার বাজারগুলোতে প্রতি কেজি মুড়িকাটা নতুন পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা এবং পুরাতন পেঁয়াজ দাম কমে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

এর আগে প্রকৃতিতে নতুন পেঁয়াজের মৌসুম শুরু হলেও প্রতিদিনই বাড়তে থাকে পণ্যটির দাম। দফায় দফায় বাড়ার পরেও হঠাৎ-ই গত বুধবার এক রাতের ব্যবধানে কেজিতে ৩০ টাকা পর্যন্ত দাম বাড়ে পণ্যটির। অথচ বাজারগুলোতেও দেখা যায় পর্যাপ্ত নতুন-পুরাতন পেঁয়াজের সরবরাহ। তারপরেও এক রাতের ব্যবধানে পণ্যটির অস্বাভাকি দাম বাড়ায় ক্ষুব্ধ হয় সাধারণ মানুষ।

বগুড়ার ফতেহ আলীসহ শহরের বেশিরভাগ বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হলেও গত বৃহস্পতিবার তা দাম বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। আর এক রাতের ব্যবধানে পুরাতন পেঁয়াজের কেজিতে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়ে ১৪০ টাকায় বিক্রি হতে দেখা যায়। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও মৌসুমের শুরুতে পণ্যটির এমন দাম বাড়ানোকে অস্বাভাবিক বলে জানিয়েছিলেন খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, পাইকারি ব্যবসায়ীরা পর্যাপ্ত সরবরাহের পরেও পেঁয়াজের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বিক্রি করছেন।

আরও পড়ুন

মসলাজাতীয় অতিপ্রয়োজনীয় সবজিটির বাজার সহনীয় করতে আমদানির খবরেই উল্টো চিত্র দেখা যাচ্ছে বাজারে। আজ রোববার (৭ ডিসেম্বর) বগুড়া শহরের বাজারগুলোতে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত যে পেঁয়াজ গতকাল শনিবার পর্যন্ত ১২০ টাকা কেজিতে বিক্রি হয় সেই মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। পাড়া-মহল্লায় ভ্যানে করে ভ্রাম্যমাণ দোকানীরা ডেকে ডেকে ৮০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছেন।

আর বাজারগুলোতে দেশি পুরাতন পেঁয়াজ এর আগে ১৪০ টাকা কেজিতে বিক্রি হলেও আজ রোববার (৭ ডিসেম্বর) তা ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়। বগুড়া শহরের রাজা বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মোকামগুলোতে নতুন মুড়িকাটা পেঁয়াজ পাইকারি প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকা, যা আগে ছিল ৯০ থেকে ১০০ এবং ১২৫ থেকে ১৩০ টাকা। তারা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকলেও পেঁয়াজের দাম কোনভাবেই কমছিল না, তবে আমদানির খবরে এক রাতের মধ্যে পণ্যটির দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত কমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমদানির খবরে বগুড়ার বাজারে উড়তে থাকা পেঁয়াজের দাম নামছে

বগুড়ার গাবতলীতে গাছের সাথে শত্রুতা

লিভারপুলের বিরুদ্ধে সালাহর বিস্ফোরক অভিযোগ

ধর্ষণের পর পুড়িয়ে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোন আপোষ নেই : মির্জা আব্বাস

ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান, ‘অবাঞ্ছিত’ ঘোষণা