নরসিংদীতে স্পিনিং মিলে আগুন
নরসিংদীতে এন আর স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে মিলে তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।
তুলা থাকার কারণে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে এবং গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আরও পড়ুনখবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও ঘোড়াশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মিল কতৃর্পক্ষ জানায়, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








