ভিডিও শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ রাত

গাইবান্ধার সাদুল্লাপুরে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত, এলাকায় উত্তেজনা

গাইবান্ধার সাদুল্লাপুরে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত, এলাকায় উত্তেজনা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুর সিনিয়র আলিম মাদ্রাসার জন্য একজন ল্যাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। হঠাৎ পরীক্ষা স্থগিত করায় প্রার্থী দও এলাকাবাসীর মাঝে ক্ষোভসহ উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় মাদ্রাসার ল্যাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। এসময় প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য মাদ্রাসায় এসে অপেক্ষা করেন। এমতাবস্থায় পরীক্ষাটি স্থগিত করেছে মাদ্রাসার অধ্যক্ষ ও দায়িত্বশীল ব্যক্তিরা।

স্থানীয়রা জানায়, বড় জামালপুর সিনিয়র আলিম মাদ্রাসার জন্য একজন গবেষণাগার/ল্যাব সহকারী পদে (দাখিল শাখার) নিয়োগের লক্ষ্যে গত ১০ আগস্ট দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১২ জন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান করা হয়। এদিন যথা সময়ে পরীক্ষা দিতে আসেন প্রার্থীরা।

এরই মধ্যে মাদ্রাসা ত্যাগ করেন অধ্যক্ষ শহিদুল ইসলাম। তারপর সকাল ৯টা পেরিয়ে বেলা ১২টা বাজলেও পরীক্ষা হয়নি প্রার্থীদের। এ অবস্থায় মাদ্রাসার পক্ষ থেকে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়। এতে প্রার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, নিয়োগ বাণিজ্যের চেষ্টায় মাদ্রাসার অধ্যক্ষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছেন। তাই ল্যাব সহকারী পদে পরীক্ষা স্থগিত করেছে বলে তাদের দাবি।

সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, ল্যাব সহকারী পদে পরীক্ষার জন্য ডিজি প্রতিনিধি উপস্থিত থাকতে না পারায় পরীক্ষা বন্ধ করা হয়েছে। এখানে নিয়োগ বাণিজ্যের কোন প্রশ্নই আসে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত, এলাকায় উত্তেজনা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ মেট্রিক টন ডিএপি সার জব্দসহ ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের সূত্রাপুরে দুই দিনের ব্যবধানে তিন বড়িতে চুরি

বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

৯২ বছর বয়সেও জোলেখা’র ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

রংপুরের তারাগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা