ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০২:০৬ রাত

মুস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও হারল দুবাই

ছবি: সংগৃহীত, মুস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও হারল দুবাই

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই দারুণ শুরু করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই উইকেট শিকার, পরে আরও একটি উইকেট, সঙ্গে দুই ক্যাচ।

শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গাল্ফ জায়ান্টসের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। তার ২৪ বলের মধ্যে ১৩টিই ছিল ডট। বিশেষ করে শেষ দুই ওভারে মাত্র ৫ রান দিয়ে বোলিং আক্রমণে নিয়ন্ত্রণে রাখেন তিনি।

এর আগে দুবাই ক্যাপিটালস ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে গাল্ফ জায়ান্টস ৭ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নেয়।

আরও পড়ুন

মুস্তাফিজের প্রথম শিকার আসে ইনিংসের দ্বিতীয় ওভারে—চমৎকার ক্যাচ ধরে সহায়তা করেন জর্ডান কক্স। পাওয়ার প্লের শেষ ওভারে কিছু রান খরচ হলেও দ্বাদশ ওভারে ভয়ঙ্কর ফর্মে থাকা পাথুম নিসাঙ্কাকে (৩১ বলে ৬৭) আউট করে আবার ম্যাচে প্রভাব ফেলেন ‘কাটার মাস্টার’। নিজের শেষ ওভারও (১৬তম) কিফায়তি রেখে মাত্র ৩ রান দেন তিনি।

৩০ বছর বয়সী মুস্তাফিজ এর আগে আইপিএল, পিএসএল, এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আইএল টি-টোয়েন্টিতে এটি তার প্রথম ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও হারল দুবাই

১২০ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১১৪ জুলাই শহীদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন আজ

মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮

নির্বাচন ও গণভোট: কমিশনের প্রস্তুতি চূড়ান্ত, তফসিলের অপেক্ষা

হকি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ