ভিডিও শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৪ দুপুর

চট্টগ্রামে বিয়ে প্রস্তুতির বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১

চট্টগ্রামে বিয়ে প্রস্তুতির বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক:  চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে রবিউল ইসলাম বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ফটিকছড়ি-নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম পার্শ্বে ফরহাদাবাদ ইউনিয়নের মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রতিবেশী মো. জসীম উদ্দিন (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন।স্থানীয়রা জানান, বিয়ের প্রস্তুতিমূলক বৈঠক চলাকালে জমি নিয়ে বিরোধের জেরে জসিম ও বাবুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুন

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, বাবু ও জসীম একই বাড়ির বাসিন্দা। রাতে বাড়িতে এক স্বজনের বিয়ে নিয়ে বৈঠক হয়। এ সময় বিয়ের প্রসঙ্গের বাইরে গিয়ে জসীম তার জমি দাবি করে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে জসীম ঘর থেকে ছুরি এনে বাবুকে আঘাত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, হামলার পর জসীমকে স্বজন ও প্রতিবেশীরা আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিয়ে প্রস্তুতির বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১

আজ সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ 

আজকের দিনে পতন হয় স্বৈরাচার এরশাদ সরকারের 

অভিনয়জগত ত্যাগের ঘোষণা দিয়ে পোস্ট ডিলিট করলেন অভিনেত্রী মৌ খান

রাতে সিদ্ধান্ত, বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা