ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ রাত

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে ঐক্যের বিকল্প নেই : সারজিস আলম

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে ঐক্যের বিকল্প নেই : সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতা না থাকলে আমরা কেউই আজ নিজ অবস্থানে থাকতাম না। শুধু সরকার নয়, রাজনৈতিক দল ও সচ্ছল ব্যবসায়ীদেরও জুলাই শহিদ পরিবার এবং আহত যোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসতে হবে। এসময় জনগণ ও অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আকাক্সক্ষা বাস্তবায়নকে রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে রাখার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ওয়ারিয়র্স অব জুলাই পঞ্চগড় আয়োজিত গণঅভ্যুত্থানে শহিদ ও আহত যোদ্ধা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ১০-১৫ হাজার গেজেটেড আহত যোদ্ধাদের নিয়ে সরকারের যে উদ্যোগ, তা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। একইভাবে ৯ শতাধিক গেজেটেড শহিদ পরিবারের বিষয়টিও দীর্ঘমেয়াদি। পঞ্চগড়ে বর্তমানে ৫টি শহিদ পরিবার ও ৪১ জন আহত যোদ্ধা রয়েছেন জানিয়ে তিনি বলেন, সরকারের বিভিন্ন সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রকৃত দাবিদারদের অগ্রাধিকার নিশ্চিত জরুরি।

আরও পড়ুন

অনেক পরিবার জীবিকা পরিচালনায় কঠিন সময় পার করছেন। তাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এখন সময়ের দাবি। বিশেষভাবে গৃহহীনদের জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করতে হবে। সারজিস আলম আরও বলেন, যেসব বিষয় সরকারের কাছে দীর্ঘ প্রক্রিয়া, সেখানে জেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলো ঐক্য ঘোষণা করলে এবং জরুরি কর্মসংস্থানের প্রয়োজন থাকা আহত যোদ্ধাদের স্থায়ী আবাসন ও চাকরির ব্যবস্থা করা হলে কাজটি সহজ হবে।

সম্মিলিত উদ্যোগ ছাড়া এটি সম্ভব নয়। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণ করেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই আন্দোলনে শহিদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে ঐক্যের বিকল্প নেই : সারজিস আলম

বগুড়ার ধুনটে ইজতেমা ময়দানে হাজারো মুসল্লির জুমার নামাজ আদায়

জয়পুরহাটের ইউনিয়ন কৃষিসেবা কেন্দ্রগুলো যেন ভুতের বাড়ি

বগুড়ার শেরপুরে ২৪ ঘণ্টায় ৩টি মোটরসাইকেল চুরি

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

বগুড়া সোনাতলার নদীকূলীয় কৃষকরা বন্যার ধকল কাটিয়ে উঠতে রবি ফসলের পরিচর্যায় ব্যস্ত