ভিডিও শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮ রাত

ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত, ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দিয়ে ‘ফিফা শান্তি পুরস্কার’ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও উপস্থিত ছিলেন।

পুরস্কার ঘোষণা করে ফিফা জানায়, ফুটবল শান্তির প্রতীক, বিশ্বব্যাপী যারা ঐক্য ও সম্প্রীতি গঠনে ভূমিকা রাখেন, তাদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব যখন অস্থির, তখন যারা মানুষকে একত্রে আনছেন, তাদের সম্মান জানানো জরুরি।’

এই বছর থেকেই প্রতিবছর পুরস্কারটি দেওয়া হবে। তবে প্রথমবারের পুরস্কারটি দেওয়া হলো বিশ্বকাপের ড্র অনুষ্ঠানেই। ইনফান্তিনো আরও জানান, ইসরায়েল–গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন, ট্রাম্পের ভূমিকা নোবেল শান্তি পুরস্কারের পর্যায়ের।

আরও পড়ুন

ইনফান্তিনো ট্রাম্পের হাতে পদক তুলে দেন এবং প্রদত্ত সার্টিফিকেট থেকে কিছু অংশ পড়ে শোনান। সার্টিফিকেটে উল্লেখ ছিল—বিশ্বের কোটি কোটি ফুটবলভক্তের পক্ষ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

তবে এই পুরস্কারের মনোনয়ন, যাচাই–বাছাই বা নির্বাচনের মানদণ্ড প্রকাশ করেনি ফিফা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়ে ফিফাকে চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প

ব্রাজিলের দলের কাছে ৪-০ গোলে হারল বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার সকল মসজিদে দোয়া

গর্ভাবস্থায় যে খাবারগুলো খেলে শিশুর গায়ের রং হবে ফর্সা!

মৃত বোনকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শেষ বিদায় জানাল বাংলাদেশি ভাই ও স্বজনরা

বগুড়ার শাজাহানপুরে হাইব্রিড মরিচের ফলনে রেকর্ড ভঙ্গ, আনন্দিত চাষি পরিবার