ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ বিকাল

নভেম্বরের সেরার লড়াইয়ে তাইজুল

নভেম্বরের সেরার লড়াইয়ে তাইজুল

আইসিসির প্লেয়ার্স অব দ্য মান্থের মনোনীত তালিকায় আছেন বাংলাদেশি ক্রিকেটার। নভেম্বরের সেরা খেলোয়াড়ের হাতছানি তাইজুল ইসলামের সামনে। এই পুরস্কার জিতলে চতুর্থ বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে নাম লেখাবেন তিনি। অক্টোবরের মতো এবারো তিন স্পিনারের লড়াই হবে। তার লড়াই দক্ষিণ আফ্রিকার সিমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের সঙ্গে।

বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নেন। ২-০ তে সিরিজ জয়ে শীর্ষ উইকেটশিকারি ছিলেন তিনি। সিলেটে ৫ উইকেট পান তাইজুল। তারপর মিরপুরে দ্বিতীয় ম্যাচে দুটি ইনিংসেই চারটি করে উইকেট দখল করেন। দারুণ বোলিংয়ে সিরিজ সেরা হন এই স্পিনার।

দক্ষিণ আফ্রিকার অফস্পিনার হারমার ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়ের অন্যতম নায়ক। ২৫ বছরে প্রথমবার এশিয়ার কোনো দেশে প্রোটিয়াদের প্রথম জয়ে তার ছিল অসামান্য অবদান। মাত্র ৮.৯৪ গড়ে কলকাতা ও গুয়াহাটিতে ১৭ উইকেট নেন তিনি।

প্রথম টেস্টে ৮ উইকেট নেন হারমার। দ্বিতীয় ম্যাচে নেন ৭ উইকেট। বল হাতে দারুণ অবদান রেখে সিরিজ সেরাও হন তিনি।

আরও পড়ুন

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ড নৈপুণ্য দেখান নওয়াজ। তার আগে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ৫২ গড় ও ১১৪.২৮ স্ট্রাইক রেটে ১০৪ ওয়ানডে রান করেন, নেন চার উইকেট।

টি-টোয়েন্টিতে এই বাঁহাতি স্পিনার ৫২ রান করার পাশাপাশি ১২.৭২ গড়ে ১১ উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ী ভূমিকা রাখেন নওয়াজ, হন সিরিজ সেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরের সেরার লড়াইয়ে তাইজুল

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনায় নিহত ১

কু‌ষ্টিয়ায় পিস্তল ও ওয়ান শুটারগান উদ্ধার

আগামীকাল অনুষ্ঠিত হবে ঢাবি ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা

বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে : রুহুল কবির রিজভী

ভারতে তিন বছরের শিশুর বিশ্বরেকর্ড