ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ০৫:৩২ বিকাল

কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা

কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা

কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট দিয়ে আসামি ধরার অভিযান চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ  শনিবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয়দের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ সময় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, রবিন ওয়ারেন্টভুক্ত আসামি।  ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আরও তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রবিনের কাছে একটি ছুরি পায়। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়। ঘটনার পর খোঁজ নিয়ে জানা গেছে, রবিন পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা

এক যুগ ধরে শিকলে বাঁধা হাসনা বেগমের জীবন

বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

শীতকালে যে কারণে ব্যবহার করবেন গ্লিসারিন

রাজধানীর বিজয় সরণীতে মিনিস্টার গ্যালারি’র যাত্রা শুরু

শুটিংয়ে গুরুতর আহত শ্রদ্ধা কাপুর