রাজধানীর বিজয় সরণীতে মিনিস্টার গ্যালারি’র যাত্রা শুরু
রাজধানীর বিজয় সরণিতে নতুন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ফ্ল্যাগশিপ শো-রুম “মিনিস্টার গ্যালারি” । সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ হুমায়ুন কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম চ্যানেলের পরিচালক মোঃ মাহমুদুর রহমান খান, কর্পোরেট সেলসের ডিরেক্টর কর্নেল (অব.) মোঃ মাহাবুবুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্সের সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, অডিটের সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জান সুমন, আইটির সহকারী পরিচালক মোঃ গোলাম কিবরিয়া রনি, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের সহকারী পরিচালক কেএমজি কিবরিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এজিএম ইঞ্জি. মোঃ সাখাওয়াত হোসেন এবং শো-রুম বিভাগের ডিভিশনাল ম্যানেজারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবীর বলেন— উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। আমরা এসব পণ্য সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করছি। আমরা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দিতে অবিরাম কাজ করে চলছি। মিনিস্টার গ্যালারিতে
MINISTER ও MYONE ব্র্যান্ডের পণ্য ছাড়াও বিশ্বখ্যাত ব্র্যান্ড Chigo এবং Skyworth ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হাউজহোল্ড পণ্য পাওয়া যাচ্ছে । সর্বশেষ সব অফার ও পণ্যের তথ্য জানতে ভিজিট করুন www.ministerbd.com
মন্তব্য করুন


_medium_1763650400.jpg)






