ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৫, ১১:৩৮ রাত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটার অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দাখিল মাদ্রাসা সুপার আজিম উদ্দিনের বিরুদ্ধে রাতের আঁধারে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে স্থানীয় কয়েকজন গাছ কাটার শব্দ শুনে সেখানে গেলে শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি আমগাছ ও একটি কাঁঠালগাছ কেটে নেওয়া হয়। এসব গাছের আনুমানিক মূল্য এক লাখ। স্থানীয়রা জানান, আমগাছ দ্রুত সরিয়ে ফেলা হলেও কাঁঠালগাছ নিতে পারেনি শ্রমিকরা। পরে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আইয়ুব আলীসহ স্থানীয়রা গাছটি জব্দ করেন।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে। সাবেক সভাপতি আইয়ুব আলী বলেন, সুপার আজিম উদ্দিন আগেও এমন অনিয়ম করেছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মাদ্রাসা সুপার আজিম উদ্দিন বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের (রেজুলেশন) ভিত্তিতেই গাছ কাটা হয়েছে। তবে রেজুলেশন অনুযায়ী গাছ কাটার অনুমতি আছে কি না এই প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারেননি। তিনি বলেন, মাদ্রাসায় নতুন একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। জায়গা খালি করতে এবং কিছু আসবাবপত্রের প্রয়োজন মেটাতে গাছ দু’টি কাটা হয়েছে।

মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী বলেন, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। মাদ্রাসার ভেতরে কিছু পারিবারিক কোন্দলও রয়েছে। একসাথে বসে বিষয়টি মিমাংসা করা হবে। সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটার অভিযোগ

জাতীয় ফুটবল দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

বগুড়ার সোনাতলায় নির্বাচনি প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

দিনাজপুরের হিলিতে বিভিন্ন সরকারি অফিসে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন চেয়ারম্যান

বগুড়ার শেরপুরে নবান্ন উৎসবে মাছের বাজারে উপচে পড়া ভিড়