ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৫, ০৫:০৮ বিকাল

টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, চার মানবপাচারকারী আটক

টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, চার মানবপাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ আট জিম্মিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন-২। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয় জন নারী ও দুই জন শিশু রয়েছে। একই অভিযানে চার মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকার আফাজ উদ্দিনের মেয়ে আসমা (১৯), আব্দুল মোতালেবের মেয়ে শাবনূর (২০), মৃত আফাজ উদ্দিনের মেয়ে জহুরা (৪৩) ও সাহারা খাতুন (৬২)। এ ছাড়া মোতালেব ওরফে কালা বদ্দা (৩০) নামের একজন পলাতক রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সোমবার (১৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সাবরাংয়ের পানছড়ি এলাকায় মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেবের বাড়িতে মানবপাচারকারীরা বিদেশে যাওয়ার আশায় থাকা কয়েকজনকে জিম্মি রাখার খবরের গভীর রাতে সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেলেন বিজিবি সদস্যরা। উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের কয়েকজন পালিয়ে গেলেও চার জনকে আটক করা হয়। পরে তল্লাশিতে আট জিম্মিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজিবি জানায়, উদ্ধার ভুক্তভোগীদের বয়ান, আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানব পাচারকারী চক্রগুলোর তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দেশের সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, চার মানবপাচারকারী আটক

ধানমন্ডি ৩২ এ নিরাপত্তায় সেনা-পুলিশ-বিজিবি, সরানো হয়েছে এক্সকাভেটর

সাবেক এমপি ও বিএনপি নেতা মতিউর রহমানের মৃত্যু

সেই ‘বিতর্কিত’ রেফারিই থাকছেন বাংলাদেশ-ভারত ম্যাচে 

সারাদেশে গ্রেফতার ১৬৪৯ জন, আগ্নেয়াস্ত্র-ককটেল উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা