ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৫, ০৪:৩৫ দুপুর

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংক থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংক থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়ের প্রধান ফটক থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮নভেম্বর) দুপুর ১টায় উদ্ধার করা ককটেল তিনটি ককটেল ঘটনাস্থল থেকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়টি পিরহাটী গ্রামে মথুরাপুর-চান্দাইকোনা পাকা সড়কের পাশে অবস্থিত।  

গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা ব্যবস্থাপক রঞ্জন দত্ত বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বোরকা পরা অজ্ঞাত দুই নারী গ্রাহক সেজে অন্যান্য সদস্যদের সঙ্গে গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে দিয়ে ঘোরাফেরা করে। এসময় অফিসের ভেতর দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলাম। কিছুকক্ষণ পর ব্যাংকের প্রধান ফটকে একটি ব্যাগ ঝুলন্ত অবস্থায় দেখে সন্দেহ হয়।

তখন ব্যাগ খুলে তার ভেতর লাল রংয়ের তিনটি তাজা ককটেল পাওয়া যায়। ধারনা করা হচ্ছে গ্রাহকের ছদ্মবেশে আসা অজ্ঞাত ওই নারীরা ব্যাগের ভেতর ককটেল রেখে সটকে পড়েছে। পরে বিষয়টি থানায় খবর দেওয়া হয়। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাংকের কার্যক্রম অন্যান্য দিনের ন্যায় চলমান রয়েছে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উদ্ধার করা তাজা ককটেল তিনটি ককটেল থানা হেফাজতে এনে পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় নেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংক থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

অসহায় মানুষের জন্য তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন : রিজভী

নতুন পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট সাবেক মেয়র আইভী

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও তার স্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন পায়েল