ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৫, ০৪:১৮ দুপুর

অসহায় মানুষের জন্য তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন : রিজভী

ছবি: মুক্তার শেখ,অসহায় মানুষের জন্য তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন : রিজভী

স্টাফ রিপোর্টার : বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন।

কোন লোক অসুস্থ, কোন পরিবারে খাবার নেই, জুলাই বিপ্লব বা ফ্যাসিবাদি আমলে যে সন্তান হারিয়ে গেছে, সেসব অসহায় পরিবারের দিকে যেন তারেক রহমান চোখ পড়ে আছে। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে তারেক রহমান তাদের পাশে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, দেশপ্রেমিক স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে যখন বের করে দেয়া হয়, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘আপনারা যে অবস্থা করলেন আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’ ম্যাডাম এখনো বেঁচে আছেন, জনগণ বেঁচে আছেন, আমরা গজব দেখছি। তিনি বলেন, যারা বিরোধি দলের ছেলেদের হত্যা করে নিজের ক্ষমতা মজবুত করবেন, আজীবন টিকে থাকবেন তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। আল্লাহ পৃথিবিতে অন্যায়ের বিচার পৃথিবীতে করে দেন এটি প্রমাণিত।

তিনি আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে বগুড়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ‘আমরা বিএনপি পরিবার’র আয়োজনে শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক পৌর মেয়র এড. একেএম মাহবুবুর রহমান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ বিএনপি নেতা ডা. এমএ মুহিত। উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ড্যাব’র যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, জেলা বিএনপি’র সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, ডা. শাহ মো. শাজাহান আলী, ডা. মামুনুর রশিদ মিঠু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সলাম, যুগ্ম সম্পাদক তাহাউদ্দিন নাহিন, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান শাকিল, আরডিএ যুগ্ম পরিচালক আব্দুল মজিদ, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হিরু মন্ডল, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মুস্তাকিম বিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নিহার সুলতানা তিথিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে মানবিক অনুষ্ঠানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি প্রতিবন্ধি শিশুদের হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসহায় মানুষের জন্য তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন : রিজভী

নতুন পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট সাবেক মেয়র আইভী

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও তার স্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন পায়েল

হাসিনা-কামালের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু : প্রসিকিউটর তামিম