যুবদল নেতাকে গুলি করে পালানোর সময় দ্রুত রিকশা না চালানোয় চালককেও গুলি
রাজধানীর পল্লবী এলাকায় যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা নেয় দুর্বৃত্তরা। রিকশা চালক গতিতে অটোরিকশা না চালানোয় তার পিঠে গুলি করে দুর্বৃত্তরা। আহত রিকশা চালকের নাম আরিফুল (২২)।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় পল্লবী ১২ নম্বর সেক্টরে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লবী ১২ নম্বর সেক্টেরের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামক একটি দোকানে হঠাৎ করে সন্ধ্যা সাড়ে ৭টায় তিন-চার জন এসে আতর্কিত ছয়/সাতটি গুলি করে। এতে যুবদল নেতা গোলাম কিবরিয়া মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ আরিফ বলেন, সন্ত্রাসীরা তার রিকশায় উঠে দ্রুত পালানোর নির্দেশ দেয়। তিনি গতি বাড়াতে দেরি করায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক জানান, আরিফুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1763408605.jpg)





