ভিডিও শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:৩৯ বিকাল

পদকজয়ী তিন আরচারকে ৩০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

পদকজয়ী তিন আরচারকে ৩০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ  ২৪তম তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়শিপের দুটি ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ। আজ শুক্রবার ঢাকায় শেষ হওয়া এই ইভেন্টে ভারত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। এছাড়া কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি।

পদকজয়ী এই তিন আর্চারের প্রত্যেককে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণী শেষে তিনি বলেন, ‘অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মত ফ্যাসালিটিজ থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করব।’

তিনি আরও বলেন, ‘এটা সত্যি যে, বিশ্বের অন্যতম বড় জনসংখ্যার দেশ হলেও আমাদের কোনো অলিম্পিক গোল্ড মেডেল নেই। তবে আমি আশা করি এই আর্চারির মাধ্যমে আমরা গোল্ড পাব। আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণাও দিতে চাই যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিন জন মেডেল পেয়েছেন তাদের আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্র্যত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।’

 

 

উপদেষ্টা যখন এমন ঘোষণা দিচ্ছেন ততক্ষণে টিম হোটেলে পৌঁছে গেছেন আর্চাররা। সেখান থেকেই এমন সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত বন্যা আক্তার বলেন, ‘সত্যি যদি এমন ঘোষণা দিয়ে থাকেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা, তাহলে এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আর্চারিতে আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা আরও বেশি মনোযোগী হতে পারব এই খেলায়। শুধু তাই নয় অনেকেই হয়তো আর্চারি ছেড়ে বিদেশে চলে যান, সেক্ষেত্রে এসব সম্ভাবনাও কমে আসবে। সব মিলিয়ে এমন আর্থিক পুরস্কারের ঘোষণায় আমি খুবই খুশি।’

আরও পড়ুন

আজ ১৪ নভেম্বর, শুক্রবার আর্মি স্টেডিয়ামের প্রতিযোগিতার শেষ দিনের খেলা অনুষ্ঠিত হয়। শুরুটা হয় রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনাল দিয়ে। চাইনিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টে (৫৪-৫২, ৫৭-৫৫, ৫৬-৫১) হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় দক্ষিণ কোরিয়া। কোরিয়ার হয়ে খেলেন জ্যাং মিনহি, কিম সু রিন, নাম সু হিউন। উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে আগেই এই ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছিল মালয়েশিয়া।

উল্লেখ্য, ৩০ দেশের আর্চারদের নিয়ে ৮ নভেম্বর শুরু হওয়া তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ও দলীয় ইভেন্ট মিলিয়ে সেরা হয়েছে ভারত। তারা ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১০টি পদক জিতেছে। দক্ষিণ কোরিয়া পেয়েছে ২টি স্বর্ণ, ৪টি করে রৌপ্য ও ব্রোঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদকজয়ী তিন আরচারকে ৩০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

রাজশাহীতে ছেলে খুনের ঘটনায় মামলা করলেন বিচারক

নওগাঁর রাণীনগরে ছোট যমুনা নদীর ওপর লক্কর-ঝক্কর বাঁশের সাঁকো

কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন নুসরাত তাবাসসুম

পেটের চর্বি কমায় আদার রস

ভোট চালিয়ে যাওয়ার আহ্বান মিথিলার