ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত দলের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত দলের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাইপাস সড়কের মারিয়াপাড়া এলাকায় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন সদর থানার আমনুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টায় ঘটনাটি ঘটে।

জানা যায়, রাত ১১টায় মারিয়াপাড়া এলাকায় ফাঁকা সড়কে গাছ ফেলে ১০/১২ জনের একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে এসআই নুরুল ঘটনাস্থলের  দিকে রওনা দেন। এসময় ঘটনাস্থলে পৌঁছামাত্র ধারালো অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে ডাকাতরা। পরে তারা ধানক্ষেতের মধ্যদিয়ে পালিয়ে যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনার পর এসআই নুরুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ওই সড়কের রাজশাহী এলাকায় পরে ডাকাতি হয়েছে বলেও শোনা গেছে। বিষয়টি রাজশাহী পুলিশ দেখছে।

ঝিলিম ইউপি চেয়ারম্যান গোলাম লূৎফল হাসান বলেন, ঘটনাস্থলটি ঝিলিমের ৪ ও ৫নং ওয়ার্ড এবং তানোরের বাঘাইড় ইউনিয়নের সীমানায় অবস্থিত। রেললাইনের পাশের জুমারপাড়া থেকে মারিয়াপাড়াগামী সড়কটি ডাকাত প্রবণ বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত দলের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

বাংলাদেশ ছাড়ার আগে বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গামিনির

কাল আসছে ‘কনা’তে ফুয়াদ ফিচারিং কনা’র ‘ভিতরও বাহিরে’

বগুড়ায় খোকন হত্যা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি ইমরান গ্রেফতার, বার্মিজ চাকু উদ্ধার

জয়-মুমিনুলের ব্যাটে বাংলাদেশের দাপুটে দিন

যুক্তরাষ্ট্রে বাউল সম্রাট স্মরণে অনুষ্ঠানের উপস্থাপনায় শান্তা জাহান