ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামে এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ঐ বৃদ্ধ মোটরসাইকেলে করে নিজ বাড়ি নারায়রপুর থেকে পীরগঞ্জ রেজিষ্ট্রি অফিসে যাচ্ছিলেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশাকে বাঁচাতে মোটরসাইকেলে ব্রেক চাপলে রাস্তায় ছিটকে পড়েন সালাম।
আরও পড়ুনএসময় রানীশংকৈলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুরে স্থানান্তর করেন। দিনাজপুর যাওয়া পথে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন









