রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্রে করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সাথে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার ৫ টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর (৩০) সাথে রবিউল ইসলামের ছেলে জিশু আলীর তর্কবিতর্ক শুরু হয়।
এক পর্যায়ে বাবর আলী ছুরি বের করে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে জিশু আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথ জিশু মারা যান। এঘটনায় বাবর আলী পালিয়ে এক বাড়িতে আত্মগোপন করেছিল। পরে পুলিশ ওই বাড়ি ঘেরাও করে বাবর আলীকে গ্রেফতার করে।
আরও পড়ুনঘটনার সত্যতা নিশ্চিত করে নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে জমি নিয়ে মামলাও বিচারাধীন। এরই মধ্যে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।
রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত বাবর আলীকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন





_medium_1762784019.jpg)




