ভিডিও বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে গেল বাড়ি নিঃস্ব কৃষক পরিবার

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে গেল বাড়ি নিঃস্ব কৃষক পরিবার। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মশা তাড়ানোর কয়েল থেকে অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের বসতবাড়ি, আসবাবপত্র ও খাদ্যসামগ্রী পুড়ে গেছে। এ ঘটনায় ২টি গরুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) ভোর প্রায় ৪টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের কোদলাপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্র জানায়, নিমগাছি কোদলা পাড়া গ্রামের প্রান্তিক কৃষক চান মিয়ার বাড়ির গোয়ালঘরে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বসতঘর ও ঘরে থাকা মালামালসহ ২টি গরু পুড়ে মারা যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক চান মিয়া বলেন, আগুন আমাকে নি:স্ব করে দিয়েছে। ধার-দেনা করে চাষাবাদ করতাম। এনজিও থেকে ঋণ নেয়া আছে। বসতঘর, আসবাবপত্র, গরু পুড়ে ছাই হয়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে। এজন্য তিনি সরকারি সহায়তা কামনা করেছেন।

আরও পড়ুন

ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিতা নাছরিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

জয়পুরহাটের কালাইয়ে হাতের ঠেলায় নড়ে ইটের গাঁথুনি : প্রাচীর ভেঙে দিল জনতা

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে গেল বাড়ি নিঃস্ব কৃষক পরিবার

বগুড়ার সোনাতলায় বেদখল হচ্ছে হাট বাজারের সরকারি সম্পত্তি

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু লাশ রেখে বাড়ির সবাই উধাও

বগুড়ার আদমদীঘিতে মানুষের মাথার চুল চুরির মামলায় গ্রেফতার এক