বগুড়ার আদমদীঘিতে মানুষের মাথার চুল চুরির মামলায় গ্রেফতার এক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে দোকান ঘরের সার্টার ভেঙ্গে মানুষের মাথার চুল চুরি মামলায় আব্দুর রহিম প্রামানিক (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় চুরি যাওয়া চুলের মধ্যে ৫শ’ ১০ গ্রাম চুল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে তাকে আদমদীঘির তিলছ জয়দেবপুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহিম প্রামানিক আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিলছ জয়দেবপুর গ্রামের মৃত হশমত প্রামানিকের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার শিববাটী বাজারের নজরুল ইসলাম নামের এক ব্যক্তি শিববাটী বাজারে ডিম, হাঁস, মুরগির পালক ও মানুষের মাথার চুল কেনাবেচার ব্যবসা করে আসছে। গত ১৮ অক্টোবর রাতে শিববাটি বাজারে তার দোকান ঘরের সার্টারের তালা বন্ধ করে বাসায় যান।
ওই রাতেই দোকান ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরচক্র ঘরের ভিতর রাখা মানুষের মাথার ২০ থেকে ৩০ কেজি চুল (যার বাজার মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুনএ ঘটনায় তিলছ জয়দেবপুর গ্রামের আব্দুর রহিম প্রামানিকসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ গতকাল মঙ্গলবার ভোররাতে আব্দুর রহিম প্রামানিককে তার বাড়ি থেকে গ্রেফতার ও চুরি যাওয়া মানুষের মাথার চুলের মধ্যে ৫শ’ ১০ গ্রাম চুল উদ্ধার করে।
মামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক হজরত আলী জানান, গ্রেফতারকৃত আব্দুর রহিম প্রামানিককে আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন