ত্রয়োদশ জাতীয় নির্বাচন
গাইবান্ধা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ, জামায়াতসহ অন্যরা ভোটের মাঠে

সাঘাটা/ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোর্ডম্যাপ ঘোষণা করায় প্রত্যাশিত নির্বাচনকে ঘিরে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের বড় দল বিএনপি এবং জাতীয় পার্টির একাধিক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের একক প্রার্থীর নাম চূড়ান্ত করায় তারা ভোটের মাঠে বেশ জোরে-সোরে নেমে পড়েছেন। নির্বাচনকে সামনে রেখে এবার আসনটিতে বড় দল বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়েছেন।
আসন্ন নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ৭ থেকে ৮ জন নেতা মাঠে এখন সক্রিয় হয়েছেন। এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি ও গত ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নমিনী ফারুক আলম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও শিল্পপতি এডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, সাঘাটা থানা বিএনপির আহবায়ক আলহাজ মোহাম্মদ আলী, ছাত্রদলের সাবেক ত্যাগী নেতা মঈনুল ইসলাম শামীম, বিএনপির তরুণ নেতা কামরুজ্জামান সোহাগ এবং আরেক তরুণ নেতা এড, জিল্লুর রহমানের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে।
এসব নেতা বর্তমানে এলাকায় অবস্থান করে সক্রিয়ভাবে বিভিন্ন সভাসমাবেশসহ দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। পাশাপশি সবুজ সংকেতের প্রত্যাশায় স্ব-স্ব অবস্থান থেকে কেন্দ্রীয় নেতাদের সাথে তদবিরের পাশাপশি এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতি, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা।
আরও পড়ুনএ আসনে জাতীয় পার্টির (এরশাদ) সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড. এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু এ দুই নেতা পার্টির মনোনয়ন প্রত্যাশায় এলাকায় সক্রিয় রয়েছেন।
এছাড়া একক প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ আলী, বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ও ইসলামী আন্দোলনের একক প্রার্থী হিসেবে গাইবান্ধা জেলা ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি আলহাজ এড. আজিজুল ইসলামের নাম চূড়ান্ত ঘোষণা করা হয়েছে বলে ওই দল দুটির নির্ভযোগ্য সূত্রে জানা গেছে। এই আসনটিতে দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ৩ লাখ ৬৬ হাজার ৬৬৪ জন ভোটার রয়েছে।
এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠন কিংবা আসন ভাগাভাগি নিয়ে এখনো আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার না হলেও একক প্রার্থীর বিষয়টি স্পষ্ট করায় জামায়াতে ইসলামী দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীর পরিচয় করিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের দলের অবস্থান তুলে ধরছেন। অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরাও ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো শুরু করেছেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন তারা।
মন্তব্য করুন