ভিডিও মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন কমিশন নিয়ে ফের প্রশ্ন তুললেন আব্দুল কাদের

ডাকসু নির্বাচন কমিশন নিয়ে ফের প্রশ্ন তুললেন আব্দুল কাদের, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ফের প্রশ্ন তুলেছেন পরাজিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। তাঁর অভিযোগ, নির্বাচনে প্রার্থীদের প্রতি আস্থা নয়, বরং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়েই শিক্ষার্থীদের বড় ধরনের সংশয় রয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু নির্বাচন-পরবর্তী নানা অভিযোগের অগ্রগতি জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আব্দুল কাদের বলেন, “ডাকসু নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই। আমাদের কনসার্ন নির্বাচন কমিশন ও তাদের কার্যক্রম নিয়ে। নির্বাচনের আগে ও পরে আমরা প্রশাসনকে বিভিন্ন শঙ্কার কথা জানিয়েছি। সাধারণ শিক্ষার্থীরাও তাঁদের সংশয় প্রকাশ করেছেন। কিন্তু কমিশনের কথার সঙ্গে কাজের কোনো মিল ছিল না।”

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আগে আশ্বাস দিয়েছিল— নির্বাচনের দিন সবকিছু স্বচ্ছ ও সুষ্ঠু হবে। কিন্তু বাস্তবে নানা অনিয়ম দেখা গেছে। “নির্বাচনের দিন আমরা ফোন করে নানা সমস্যার কথা জানিয়েছি, তখন কমিশন বলেছে ‘দেখছি’। নির্বাচনের পরেও আমরা উদ্বেগ জানিয়েছি। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি,” বলেন তিনি।

আরও পড়ুন

পরাজিত ভিপি প্রার্থী জানান, তাঁর প্যানেল আন্দোলন-সংস্কৃতির পথে না গিয়ে শুধুই শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট সংশয় দূর করার চেষ্টা করেছে। “আমরা ভিসিকে অবরোধ করিনি, মিছিল করিনি। আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হোক। অথচ আমরা দেখেছি ব্যালট পেপারের মতো গুরুত্বপূর্ণ বিষয় গাউসুল আজম মার্কেটে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। ভোটার উপস্থিতি নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।”

নির্বাচন কমিশন ও প্রশাসন এসব বিষয়ে উদাসীনতা দেখিয়েছে অভিযোগ করে আব্দুল কাদের বলেন, *“এমন মনোভাব শিক্ষার্থীদের মনে আরও শঙ্কা তৈরি করছে। আমরা চাই না বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুনাম ক্ষুণ্ণ হোক। কিন্তু তাদের গড়িমসির কারণে শিক্ষার্থীদের সন্দেহ আরও গভীর হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের : সিমন্স

দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা চলছে: র‌্যাব ডিজি

ব্যালন ডি’অর জয়ে হ্যাটট্রিক বোনমাতির

কুড়িগ্রামের উলিপুরে রান্নাঘরে নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ 

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

কমেডি গল্পে আসছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’