বগুড়ার দুপচাঁচিয়া ছিনতাই হওয়া দু’টি মোটরসাইকেল উদ্ধার : গ্রেফতার ৩
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া থানা পুলিশ গত শুক্রবার রাতে ছিনতাই হওয়ার দু’টি মোটরসাইকেলসহ ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, উপজেলার তালোড়া পৌরসভার রেলঘুমটি এলাকার ইয়াকুব আলীর ছেলে জ্বালানি কাঠের ব্যবসায়ী আব্দুর রহিম ওরফে আজিজুল হাকিম গত শুক্রবার রাত আনুমানিক সোয়া ৭টায় ব্যবসায়ী টাকার জন্য আদমদিঘী উপজেলার কুন্দুগ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
তালোড়া ইউনিয়নের দোগাছি সংলগ্ন পরিত্যাক্ত ইটভাটার সামনে পৌঁছিলে রাস্তার দু’পাশে গাছের সাথে রশি বেঁধে বেরিকেড দিয়ে ধারালো হাসুয়া ও বাঁশের লাঠিসহ কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তাৎক্ষনিকভাবে আতংকিত হয়ে তার মোটরসাইকেলটি রাস্তার উপর ফেলে বাজারের দিকে চিৎকার করে দৌড়ে আসে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদেরকে সঙ্গে নিয়ে উক্ত স্থানে গিয়ে দেখে যে তার মোটরসাইকেলটি নেই।
তখন তারা আশে-পাশে মোটরসাইকেল খোঁজ করতে থাকে। এ সময় সময় রাস্তা হতে সামান্য দূরে জমির মধ্যে আরও এক ব্যাক্তির চিৎকার শুনতে পেয়ে তারা এগিয়ে গেলে দেখতে পায় হাত পা বাঁধা অবস্থায় পরে আছে এক ব্যক্তি। এ সময় তার হাত, পা ও মুখের বাঁধন খুলে দেন। ওই ব্যক্তি জানান, পাশ্ববর্তী কাহাল উপজেলার কাজিপাড়া গ্রামের শফিউল্লাহর ছেলে তিনি। তার নাম শামিউল হাসান (৩৪)।
তিনি আরও জানান, বাড়ি হতে আদমদিঘী কুন্দুগ্রাম শশুরবাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে রওনা দেন। ওই স্থানে পৌছা মাত্র একই কায়দায় তার মোটরসাইকেলটি নিয়ে তাকে মাঠের মধ্যে হাত, পা, মুখ বাঁধা অবস্থায় ফেলে রাখে।
তার ব্যবহৃত এন্ড্রোয়েড মোবাইল ফোন, গলায় ব্যবহৃত স্বর্নের চেইন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে রাস্তা থেকে সামান্য দুরে মাঠের মধ্যে ফেলে রেখে আসে। তখন বাদি দুপচাঁচিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বাদি ও ভিকটিম শামিউল হাসানকে সঙ্গে নিয়ে আসামিদের গ্রেফতারের জন্য পিছু ধাওয়া করে।
আরও পড়ুনবাদি তার আত্মীয়স্বজনসহ সবাইকে মোবাইল করে রাস্তা বেরিকেড দেওয়ার জন্য বলে। বাদির আত্মীয় স্বজন সহ স্থানীয় লোকজন বিভিন্ন রাস্তায় অবস্থান নেয়। এ সময় তারা আদমদিঘী থানার শিববাটি বাজার সংলগ্ন রাস্তার উপর বেরিকেড দিয়ে লুণ্ঠিত হওয়া দুটি মোটরসাইকেলসহ তিন জন আসামিকে আটক করে এবং অন্যান্য আসামিরা পালিয়ে যায়।
আটককৃতরা হলো কাহালু উপজেলার সাঘাটিয়া গ্রামের তারাজুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন বিপুল (২৮), মৃত বাদল ফকিরের ছেলে বিজয় ফকির (২২ ) ও আমির আলীর ছেলে নূর নবি (২৯)। এ ব্যাপারে ওই রাতেই আব্দুর রহিম ওরফে আজিজুল হাকিম বাদি হয়ে আটককৃত তিনজন সহ ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দু’ থেকে তিনজনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন।
থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃতরা মোটরসইকেল ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1768747877.jpg)


_medium_1768745925.jpg)




