মে মাস শেষে আবার ঘরে ফেরা। ১২ ও ১৩ জুন দক্ষিণ কোরিয়ার বুসানে দুটি কনসার্ট করবে ব্যান্ডটি। এরপর শুরু হবে ইউরোপ সফর।
আরও পড়ুনজুন ও জুলাই মাসজুড়ে একের পর এক শহরে বাজবে বিটিএসের গান। মাদ্রিদ, ব্রাসেলস, লন্ডন, মিউনিখ ও প্যারিস। ইউরোপের ঐতিহাসিক শহরগুলোতে আধুনিক কে-পপের এই ঢেউ নতুন করে রং ছড়াবে।
অক্টোবরে লাতিন আমেরিকার দিকে পা বাড়াবে বিটিএস। কলম্বিয়া, পেরু, চিলি, আর্জেন্টিনা ও ব্রাজিলে তারা গাইবে, নাচবে, আর ভক্তদের সঙ্গে ভাগ করে নেবে বহু দিনের জমে থাকা অনুভূতি। এই অঞ্চল বরাবরই বিটিএসের সবচেয়ে উচ্ছ্বসিত ভক্তদের একটি বড় অংশের ঘর।
এরপর আগস্টে আবার যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন। এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ তৈরি হবে লস অ্যাঞ্জেলেসে। বিখ্যাত সোফাই স্টেডিয়ামে চারটি কনসার্টের মাধ্যমে শেষ হবে এই অধ্যায়। ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর। চার রাত ধরে গান, আলো আর স্মৃতিতে ভরে উঠবে সোফাই স্টেডিয়াম। তবে এই সফর এখানেই থেমে যাচ্ছে না।
২০২৬ সালের শেষ ভাগ ও ২০২৭ সালের শুরুতে বিটিএস ব্যস্ত থাকবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। সূচি অনুযায়ী, তাইওয়ানের কাওশিয়ুং, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, জাকার্তা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি এবং হংকংয়ে কনসার্ট করবে তারা। সবশেষে ২০২৭ সালের ১৪ মার্চ ফিলিপাইনের ম্যানিলায় কনসার্ট দিয়ে শেষ হবে এই দীর্ঘ সংগীতযাত্রা।

নিউজ ডেস্ক



_medium_1768576069.jpg)




