বগুড়ার শাজাহানপুরে জমি কেটে পুকুর করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ফসলী জমির মাটি কেটে পুকুর তৈরি করায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়নের বাঁশকুটা বন্যাপাড়া নামক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
অভিযানকালে তিন ফসলি জমির মাটি কেটে পুকুর খনন করার অপরাধে ওই এলাকার হবিবর রহমানের ছেলে আল আমিনকে ৫০ হাজার জরিমানা করা হয়। সেই সাথে এমন বেআইনি কাজ ভবিষ্যতে করবেন না মর্মে মুচলেকা নেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুনমন্তব্য করুন

_medium_1768662839.jpg)





