ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৯:২৩ রাত

শিবপুরে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ

শিবপুরে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ

নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেট কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে প্রাইভেট কারটিতে গ্যাস নেওয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়। গাড়িতে কেউ না থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি প্রাইভেট কার স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে যায়। গ্যাস নেওয়ার এক সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেট কারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় প্রাইভেট কারটি। পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। গাড়িটি আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ধরণা করা হচ্ছে- মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবপুরে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে যুবক নিহত

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

নির্বাচনের হাওয়া : বগুড়া ৬ (সদর) আসনে ভোটারদের প্রত্যাশা

প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী

নওগাঁর আত্রাইয়ে ফসলি জমি থেকে রাতে মাটি কাটার হিড়িক