আরডিএ বগুড়ায় মহাপরিচালক হলেন ড. এ বি এম. মাহবুব
শেরপুর পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ায় মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব ড. এ বি এম মাহবুব আলম। পল্লী উন্নয়ন একাডেমী বগুড়াতে যোগদানের আগে তিনি সদস্য (পরিচালন স্টাফ), এমডিএস, (অতিরিক্ত সচিব) হিসেবে জাতীয় জনপ্রশাসন একাডেমী, জনপ্রশাসন মন্ত্রণালয়,মিরপুর, রূপনগর, ঢাকায় দায়িত্বরত ছিলেন।
তিনি নভেম্বর ২০২০ হতে আগস্ট ২০২৪ পর্যন্ত লেকচারার ও রিসার্চ ফেলো হিসেবে কলেজ অব বিজনেস, মারডোক ইউনিভার্সিটি, পার্থ, ডব্লিউএ, অস্ট্রেলিয়ায় কর্মরত ছিলেন। জুন ২০১৮ - নভেম্বর ২০২০ পর্যন্ত উপ/যুগ্ম প্রধান, পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়; জানুয়ারি ২০০৯ হতে ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত সিনিয়র সহকারী প্রধান (পরিকল্পনা ও বাজেট), স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; জুলাই ২০০৪ হতে ডিসেম্বর ২০০৬ পর্যন্ত সহকারী প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার এবং জানুয়ারি ১৯৯৯ হতে জুন ২০০৪ পর্যন্ত সহকারী প্রধান হিসেবে কৃষি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
ড. আলম পিএইচডি ইন কমার্স (ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম) ২০১৯ সালে মারডোক বিশ্ববিদ্যালয়, মারডোক, পার্থ, অস্ট্রেলিয়া হতে সম্পন্ন করেছেন। এছাড়া, তিনি মাস্টার অফ অ্যাপ্লাইড কমার্স, ২০০৮, দ্য ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, পার্কভিলে, মেলবোর্ন, ভিক্টোরিয়া ৩০১০, অস্ট্রেলিয়া; এমএস ইন ফিশারিজ বায়োলজি অ্যান্ড লিমনোলজি, ১৯৯৬, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, বাংলাদেশ এবং বিজিএসসি ফিশারিজ (অনার্স), ১৯৯৫, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, বাংলাদেশ হতে সম্পন্ন করেন।
আরও পড়ুনড. আলম যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক অর্থায়িত কর্নেল ইউনিভার্সিটি, ইথাকা, নিউ ইয়র্কে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার উপর পেশাদার উন্নয়ন কোর্সে অধ্যয়নের জন্য হিউবার্ট এইচ. হামফ্রে ফেলোশিপ লাভ করেন।
মন্তব্য করুন







