ভিডিও শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৫ রাত

শ্রীপুরে পুকুর থেকে ৭টি ককটেল উদ্ধার

শ্রীপুরে পুকুর থেকে ৭টি ককটেল উদ্ধার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা (পিয়ার আলী কলেজ) সংলগ্ন পুকুর থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 


শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর পাড় থেকে সেগুলো উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জেলে জাহাঙ্গীর আলসম বলেন, আমরা তিনজন মাছ ব্যবসায়ী কলেজের পাশের পুকুরে জাল ফেলি মাছ ধরার জন্য। জাল টান দিলে মাছের সাথে ইট বাঁধা একটি ব্যাগ উঠে আসে। জেলেরা ব্যাগটিতে ককটেলের মতো বস্তু দেখতে পেয়ে ৯৯৯ ফোন করে জানায়। পরে সেনাবাহিনী র‌্যাব, পুলিশ এবং ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেগুলো উদ্ধার করে। জেলেদের জালে ককটেল উঠে আসার খবর পেয়ে আশপাশের উৎসুক লোকজন পুকুর পাড়ে এসে ভিড় জমায়। এ সময় নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ককটেল উদ্ধারের আগ মুহূর্ত পর্যন্ত পুকুরের পাড়ে ককটেল রাখার নিকট দূরত্ব পর্যন্ত ফিতা দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছিল। পুকুরে থেকে ব্যাগে ভরা অবস্থায় ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, তিন মাছ ব্যবসায়ী সকালে ওই পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলে। জাল টান দিলে মাছের সাথে একটি ব্যাগ উঠে আসে। ওই ব্যাগে ককটেল সদৃশ বস্তু দেখে তাদের মধ্যে একজন ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। উদ্ধারকৃত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও পরামর্শে ককটেলগুলোর বিষয়ে পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে। তবে, কারা কেন এবং কিভাবে ব্যাগটি পুকুরে ফেলে গেছে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে পুকুর থেকে ৭টি ককটেল উদ্ধার

আয়োজকদের নিয়ে চম্পার অভিযোগ

জামায়াতের মত বিএনপির কোন হিন্দু শাখা নেই : এমপি প্রার্থী হারুনুর রশীদ

আবারো মোশাররফ করিমের সঙ্গে নীলাঞ্জনা নীলা

ইসিতে সপ্তম দিনে আপিল মঞ্জুর ১৮ প্রার্থীর, নামঞ্জুর ২১

সিরাজগঞ্জের তাড়াশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার