সিরাজগঞ্জের তাড়াশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর পর গ্রেফতার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১২ বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের বাসিন্দা ছহির উদ্দিনের ছেলে মো: মানিক মিয়া ২০০৮ সালে বিয়ের তিনদিন পর নববধূ মালিহা খাতুনকে (২০) হত্যা করে পালিয়ে যায়। এ বিষয়ে মামলা হলে আদালত দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালে মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই থেকে সে পলাতক ছিলো।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আসাদুজ্জামান শাকিল ও তাড়াশ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: হাবিবুর রহমানের নির্দেশনায় এস.আই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি মানিক মিয়াকে গ্রেফতার করে।
আরও পড়ুনতাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, আসামি মানিক মিয়াকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন





_medium_1768574459.jpg)

