ভিডিও বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:০৩ রাত

নতুন বছরের প্রথম মাসেই প্রিয়াঙ্কার পাঁচ নাটক

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

অভি মঈনুদ্দীন ঃ কিছুদিন আগেই বিয়ে করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। এরইমধ্যে জানাও গেলো যে তিনি মা হতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইতে তিনি তার সন্তানের মুখ দেখবেন।

এদিকে প্রিয়াঙ্কা জামান জানালেন নতুন বছরের প্রথম মাসেই তার পাঁচটি নাটক প্রকাশ পেতে যাচ্ছে। এরমধ্যে একটি ধারাবাহিক নাটক ও চারটি খণ্ড নাটক। ধারাবাহিক নাটকটি হচ্ছে ‘মার্ডার’। নাটকটি রচনা করেছেন কামরুল হুদা, পরিচালনা করেছেন মঞ্জুর মোঃ শাহরিয়ার।

এছাড়া চারটি খণ্ড নাটক হচ্ছে শাহজাদা মামুন রচিত ও ফজলুল কবির রথি পরিচালিত ‘হঠাৎ একদিন’, সজীব চিশতী রচিত ও পরিচালিত ‘কলঙ্ক’,‘ গয়নার বাক্স’ এবং জয়ন্ত চন্দ্র রচিত ও ফিরোজ কবির ডলার পরিচালিত ‘ লজ্জা’। গেলো বছরের নানান সময়ে নাটকগুলোর কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা জামান।

আরও পড়ুন

প্রিয়াঙ্কা জামান বলেন,‘ মার্ডার ধারাবাহিক নাটকটির কাজ হয়েছে গেলো বছরের মাঝামাঝিতে সুনামগঞ্জে। টানা বেশ কয়েকদিন এই নাটকের শুটিং-এ ছিলাম সুনামগঞ্জে। সেখানকার মনোরম লোকেশন আমাকে মুগ্ধ করেছে। গল্পটা খুউব ভালো এবং আমার চরিত্রটিও খুব সুন্দর। যে কারণে মন দিয়ে কাজটি করেছিলাম। মনে আছে গরমে আমাদের অনেক কষ্ট হয়েছিলো। তারপরও সবাই ভীষণ মনোযোগ দিয়েই কাজটি করেছিলো। আর বাকী চারটি একক নাটকের মধ্যে প্রত্যেকটি নাটকেরই গল্প জীবন ঘনিষ্ঠ গল্প। বিশেষত লজ্জা নাটকটি মেয়েদের এখনো গ্রাম পর্যায়ে বা সাধারণ মেয়েদের মধ্যে ঋতুস্রাবের সময় যে ন্যাপকিন ও প্যাড ইউজ করতে হয় সেটা লোক চক্ষুর আড়ালেই রয়ে গেছে। এই কাজটি করতে আমার সত্যিই ভষিণ ভালোলাগেছে। সবগুলো নাটক নিয়েই আমি আশাবাদী। নাটকগুলো চলতি মাসেই প্রচারে আসবে এবং আমার বিশ্বাস প্রতিটি নাটকের জন্য আমি আশানুরূপ সাড়া পাবো।’

বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ছায়াছন্দ উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সম্ভাবনাময়ী এ মডেল। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল শোবিজ অঙ্গনে কাজ করবেন। তাই শুরু করেন বাফাতে নাচ শেখা। তবে প্রিয়াঙ্কা শুধু নাচের মধ্যেই সীমাবদ্ধ হননি। মিডিয়ার সব স্থানে জায়গা করে নিতে চান তিনি। ধীরে ধীরে সেই আশা পূরণও হয়েছে। বিজ্ঞাপন দিয়ে শুরু হয় এই যাত্রা। ধারাবাহিক নাটক আজিজ মার্কেটে অভিনয় করে বেশ সাড়া ফেলে দেন প্রিয়াঙ্কা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের প্রথম মাসেই প্রিয়াঙ্কার পাঁচ নাটক

নওগাঁয় ড্রাইভিং পরীক্ষায় পাসের জন্য প্রতিজনকে দিতে হয় দুই হাজার টাকা 

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০

লালমোহনে মুখে বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

পাবনার বেড়ায় ভালো ফলনের আশায় মাঠে মাঠে ব্যস্ত কৃষক