যুক্তরাষ্ট্রে পড়াশুনা নিয়ে ব্যস্ত স্বচ্ছ
অভি মঈনুদ্দীনঃ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেই ছোট্টবেলায় ভীষণ সাড়া ফেলেছিলেন মোঃ সাইফ খান স্বচ্ছ। অবশ্য তাকে সবাই স্বচ্ছ নাইে চিনে সবাই। দেশের মধ্যেই স্কুল কলেজের পড়াশুনা শেষ করে তিনি এরইমধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। সেখানে একটি কলেজে ফিল্ম অ্যাণ্ড মিডিয়া বিষয়ে পড়াশুনা করছেন তিনি। ছুটিতে কিছুদিন আগে তিনি দেশে এসেছেন। দেশে আসার পর যারা মূলত স্বচ্ছকে চেনেন জানে, তারাই স্বচ্ছর সঙ্গে যোগাযোগ করছেন তাকে নিয়ে নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য। এরইমধ্যে স্বচ্ছ মোঃ সামছুল হুদার সঙ্গে বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কিছুদিনের মধ্যেই স্বচ্ছ নাটক ও চলচ্চিত্রের শুটিং-এ অংশ নিবেন।
এছাড়াও ফটোগ্রাফার আলিফ রিফাত প্রথমবারের মতো নাটক নির্মাণ করতে যাচ্ছেন। তার নির্দেশনাতেও স্বচ্ছ অভিনয় করতে যাচ্ছেন বলে জানান।
স্বচ্ছ বলেন,‘ ছুটিতে দেশে এসেও কিছু কাজ হাতে নিয়েছি। কাজগুলো পরিকল্পনা অনুযায়ী সময় নিয়ে শেষ করা হবে। তবে দেশে আসার পর এখনো আমাকে অনেকে মনে রেখেছেন, এটাই আমার অনেক ভালোলাগার বিষয়। আগামীতে আরো ভালো কাজ করে দর্শকের ভালোবাসা পেতে চাই। যুক্তরাষ্ট্রে ফিল্ম অ্যাণ্ড মিডিয়া বিষয়ে ভালোভাবে পড়াশুনাটা শেষ করতে চাই।’
২০১৩ সালে কাজী মোরশেদ পরিচালিত ‘একই বৃত্তে’ সিনেমাতে অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন স্বচ্ছ। এছাড়াও স্বচ্ছ তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছিলেন দর্শককে ‘একাত্তরের খুদিরাম’,‘ মুক্তি’,‘ একাত্তরের খণ্ডগল্প’ সিনেমাতে অভিনয় করে। একজন শিশুশিল্পী হিজসেবে ভীষণ জনপ্রিয় ছিলেন স্বচ্ছ। শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। বলা যায় প্রায় সবগুলো নাটকেরই কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করেছেন।
আরও পড়ুনযারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো ‘ভুতের বাচ্চা সোলায়মান’,‘ ছুটি’,‘ বলাই’, ‘সাতকাহন’ ইত্যাদি। দেশের প্রতিথযশা বহু শিল্পীর সঙ্গে অভিনয় করার সৌভাগ্য হয়েছে তার। গ্রামীন ফোন, প্রিয় প্রাঙ্গন’সহ আরো বেশি কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন স্বচ্ছ।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যাণ্ড কলেজ থেকে এসএসসি, বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর স্বচ্ছ দেশের বাইরে চলে যান পড়াশুনা করতে। স্বচ্ছ’র মা শম্পা নিজাম এদেশের গুনী একজন অভিনেত্রী। তার বাবা মোঃ নিজাম উদ্দিন খান ২০১৮ সালে ইন্তেকাল করেন।
মন্তব্য করুন

_medium_1768482539.jpg)
_medium_1768481930.jpg)
_medium_1768481645.jpg)

_medium_1768481576.jpg)

_medium_1768488684.jpg)
_medium_1768486109.jpg)
_medium_1768477196.jpg)